ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার সদর থানার মো: আকাব্বর আলীর ছেলে মো: বায়েজীদ হোসেন (৩০) ও চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের দ্বিতীয় বদরপুর (মিরশ্বানী টিলা) গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মো: তাজুল ইসলাম (২৮)। আটককৃতদের আদালতের মাধ্যম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি হিলাল উদ্দীন আহমেদ জানান, থানা পুলিশ অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ পূবালী ব্যাংকের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ পটুয়াখালী জেলার সদর থানার মো. বায়েজিদ ইসলামকে আটক করে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সাড়ে ১২টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি আভিযানিক দল উপজেলার মিরশ্বানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তার মাথা থেকে ৫১ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মো: তাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

মাদক কারবারি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত