ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে ৬০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে লেবু

দিনাজপুরে ৬০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে লেবু

দিনাজপুরে ৬০ টাকায় বিক্রি হচ্ছে এক হালি লেবু। একই দামে বিক্রি হচ্ছে এক কেজি শসা। এক সপ্তাহ আগেও এ লেবু ২০ টাকা ও শসা ১৫ টাকা কেজি বিক্রি হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে শহরের বাহাদুর বাজার, নিউটান বাজার, পুলহাট, সুইহারী বাজার ঘুরে এমনটা জানা গেছে।

লেবু ব্যবসায়ীরা জানান, রোজার প্রথম ২-৩ দিন লেবুর ব্যাপক চাহিদা থাকে। পর্যাপ্ত সরবরাহ থাকে না। তাই দাম একটু বেড়ে যায়। তবে কয়েকটি রোজা গেলে দাম কমে যাবে।

আলমগীর নামে এক সবজি ব্যবসায়ী বলেন, ২-৩ দিন আগেও শসা বিক্রি করেছি দেড় কেজি ২০ টাকা। কিন্তু আজ ভাল শসা পাইকারি কিনেছি ৫৪ টাকা। তাই ৬০ টাকা বিক্রি করছি। কিছু শসা ৪০-৫০ টাকা কেজিও বিক্রি হচ্ছে। তবে দুই একদিনে দাম পড়ে যাবে।

বাহাদুর বাজারে বাজার করতে আসা শহরের পাটুয়াপাড়া মহল্লার হালিম বলেন, পৃথিবী সব দেশ যখন রমজানে জিনিসপত্রের দাম কমায়, তখন বাংলাদেশে উল্টো। এদেশে রোজাদারকে জিম্মি করে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ায়। লেবুর হালি ৬০ টাকা আর শসার কেজি ৬০ টাকা দরে কিনলাম। অথচ দুদিন আগেও দাম কম ছিল।

হালি,বিক্রি,লেবু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত