ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

স্ত্রী-সন্তানের সঙ্গে অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

স্ত্রী-সন্তানের সঙ্গে অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানের হামলার শিকার হয়ে অভিমান করে লুৎফর শেখ (৪৫) নামে এক মালয়েশিয়া প্রবাসী বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত লুৎফর শেখ ওই এলাকার মৃত শুকুর শেখের ছেলে। ঘটনার দিন তিনি স্থানীয় ৫ নং ওয়ার্ড সদস্য হারুনের জিম্মায় ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, গত ২৭ ফেব্রুয়ারি টাকা-পয়সা নিয়ে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে লুৎফর শেখের মারামারি হয়। এতে তিনি আহত হলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে সোমবার তিনি এলাকায় ফেরেন, তবে নিজের বাড়িতে না গিয়ে মেম্বার হারুনের বাড়িতে আশ্রয় নেন।

মঙ্গলবার সকালে সবার অগোচরে তিনি বিষপান করেন। স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লুৎফর শেখের মৃত্যু হয়।

এ ঘটনায় লুৎফরের বড় ভাই মহিউদ্দিন বলেন, "আমার ভাই কেন আত্মহত্যা করল, তা সঠিক তদন্তের মাধ্যমে বের করে সুষ্ঠু বিচার চাই।"

জৈনসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য হারুন জানান, "লুৎফর শেখ পারিবারিক কলহের কারণে আমার বাড়িতে ছিল। সকালে বিষপান করার খবর পেয়ে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করি, কিন্তু পথেই সে মারা যায়।"

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আত্মহত্যা,প্রবাসী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত