দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর আঞ্চলিক মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ মার্চ) বিকেলে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন এ কারখানায় হঠাৎ আগুন লাগে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল দিকে শহরের বালুবাড়ী বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের আঞ্চলিক মেরামত কারখানায় আগুন দেখতে পেয়ে কর্মচারীরা চিৎকার শুরু করে। এ সময় কর্মকর্তারা দ্রুত বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। দিনাজপুর জেলা ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একই সঙ্গে তারা নিকটবর্তী পাঁচটি ইউনিটকে খবর দিয়ে নিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, আগুন কীভাবে লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখন নিশ্চিত করে বলা যাবে না। তবে কোনো হতাহত হয়নি।
জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী স্বপন বসাক বলেন, বিকেলে আগুন দেখতে পেয়ে কর্মচারীরা খবর দিলে দ্রুত বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। পায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কারখানায় ট্রাসফর্মারসহ বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য রয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন নিরূপণ করা যায়নি।