ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

সভাপতি সরওয়ার, সম্পাদক  শাহানশাহ ও  সাংগঠনিক সম্পাদক হাবিবুল 
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে বর্ধিত সভা ও ইফতার মাহফিলে এই কমিটি গঠন করা হয়।

বিএফএ’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাছানের নির্দেশনায় এবং সদস্য সচিব খাঁন জুলফিকার আলীর উপস্থিতিতে চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সম্মতিতে দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত ৩১ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে মো. সরওয়ার জাহানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহানশাহ নওশাদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুল হক সুমনকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনক বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন বিএফএ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ ও আব্দুল মান্নান। ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম অঞ্চলের ফরেস্টাররা এ আয়োজনে অংশ নেন।

সভায় ফরেস্টারদের ন্যায্য অধিকার ও বৈষম্য নিরসনের দাবি জানানো হয়। শহীদ ফরেস্টার ইউসুফ ও সাজ্জাদুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাছান স্কেল ও পদোন্নতির দাবিতে আগামী এক মাসের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। ফরেস্টাররা এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানান। জুয়েল চৌধুরী ও এমদাদুল হকের সঞ্চালনায় এ বর্ধিত সভা ও ইফতার মাহফিল দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।

ফরেস্টার্স,অ্যাসোসিয়েশb,কমিটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত