মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় মাগুরা জেলা আইনজীবী ভবনের সামনে আইনজীবী সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট.শাহেদ হাসান টগর, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট. মনিরুল ইসলাম মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট. রোকুনুজ্জামান খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপত্তার কারণে গতকাল আদালত চলাকালীন সময়ে রিমান্ড শুনানি সম্ভব হয়নি। তাই মধ্যরাতে রিমান্ড শুনানি হয়। এসময় প্রধান অভিযুক্ত হিটু শেখের সাত দিন এবং অভিযুক্ত সহযোগী তিন জন, সজিব শেখ, রাতুল শেখ, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বক্তারা আরো বলেন, আমরা আশা করছি এ মামলায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তার জন্য যা করা দরকার আইনজীবী সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সাথে মাগুরা জেলার সকল আইনজীবী এই ধর্ষকদের পক্ষে আইনি লড়াই থেকে বিরত থাকবে বলে জানান বক্তারা।
অন্যদিকে ধর্ষণের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। এসময় সড়ক অবরোধ করে ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।