ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে ট্রাক চাপায় ইউপি চেয়ারম্যান নিহত

কুড়িগ্রামে ট্রাক চাপায় ইউপি চেয়ারম্যান নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম সড়কের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট ১২-০৮৩৫ নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতরভাবে আহত হন। স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করেন। পরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডক্টরস ক্লিনিকে তার মৃত্যু হয়।

রংপুর ডক্টরস ক্লিনিকে থাকা চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ভাগিনা দুলাল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্রাক চাপা,ইউপি চেয়ারম্যান,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত