মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলাম ফুসফুসে ক্যান্সারজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় খামারপাড়া এসআই সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার ও সকাল ১১টায় জানাজার নামাজ শেষে তার মরদেহ পূর্ব শ্রীকোল তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে, সোমবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জেলা বিএনপি’র সভাপতি আলী আহম্মেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।