দিনাজপুরে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্র্যাক লার্নিং সেন্টার হলরুমে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বাংলাদেশ সরকার ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর আর্থিক সহায়তায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) এর সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবেন। এ জন্য সকল জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিকল্প নেই। সমাজের সকল মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিশেষ করে ছোট খাটো বিরোধগুলো আদালতে না এনে জাতে করে স্থানীয় পর্যায়ে মীমাংসা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করা জরুরি গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। আর এই কার্যক্রমের সফল বাস্তবায়নের অংশীদার হলেন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যেন গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার আদনান কবির উদয়। প্রকল্পটি দিনাজপুর জেলার বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
প্রশিক্ষণে ৫টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার ভূমি, ওসি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সাংবাদিক মো. সিদ্দিক হোসেন, মোফাচ্ছিরুল রাশেদ মিলন-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।