ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কলেজে ভাঙচুরে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে কলেজে ভাঙচুরে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর জি আর ডিগ্রি কলেজে ভাঙচুর ও লুটপাটের ঘটনার জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কলেজের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন।

তিনি অভিযোগ করেন, জনৈক কামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী কলেজে হামলা চালিয়ে প্রথমে নাইটগার্ড রোস্তম আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তিনটি কক্ষে ভাঙচুর চালিয়ে চারটি কম্পিউটার, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

অধ্যক্ষ জামাল উদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ,সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত