নীলফামারী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী সিনিয়র জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবুল মনসুর মিয়ার সভাপতিত্বে জেলা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারীর-২ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল এর বিচারক এবি এম গোলাম রসুল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, জেলা জজ আদালত জি. পি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সভাপতি আলফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আলমাস চৌধুরী-সহ অনেকে।
এসময় বক্তারা বলেন, বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোসও হয়, মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপোসযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে পক্ষদ্বয়ের বিরোধ আপস মীমাংসায় উদ্যোগ গ্রহণ করেন জেলা লিগ্যাল এইড কমিটি নীলফামারী।
পরিশেষে জেলা লিগ্যাল এইড অফিসার এর পরামর্শ ব্যতিরেকে মামলা সংক্রান্ত বিষয়ে কোন ব্যক্তিকে অর্থপ্রদান করবেন না।