ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে বীরগঞ্জ ও কবিরাজ হাট খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৫ এর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় কবিরাজহাট খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর আহমেদ।

জানা গেছে, উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে এ বছর ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৭৯ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৩ হাজার ৩৬৬ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় বা সংগ্রহ করবে উপজেলার বীরগঞ্জ খাদ্য গুদাম ও কবিরাজহাট খাদ্য গুদাম। এরই ধারাবাহিকতায় কর্মসূচির উদ্বোধনী দিনে একজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোস্তাফিজার রহমান, বীরগঞ্জ এল এস ডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান, কবিরাজহাট এল এস ডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পিযুষ, সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, মিল মালিকরা সহ বিভিন্ন এলাকার কৃষকরা।

ধান-চাল সংগ্রহ,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত