ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

'দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই'—এ প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জজ কোর্ট চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার।

জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোছা. মাসুমা খানম যুথির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ ও মো. ফিরোজ কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু এবং জেলা বারের আহবায়ক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম।

র‌্যালি ও আলোচনা সভায় বিচারক, আইনজীবী, সাংবাদিক এবং বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত