ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)" প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বীরগঞ্জ উপজেলা কৃষি হলরুমে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মোঃ সাদেক।

তিনি বলেন, “সরকার বর্তমানে কৃষকদের আধুনিক ও নিরাপদ চাষাবাদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দিচ্ছে। অধিক কীটনাশকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই কীটনাশক ছাড়া নিরাপদ ও পুষ্টিকর ফসল উৎপাদনের দিকে কৃষকদের মনোযোগী হতে হবে।”

প্রশিক্ষণে কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ধান ও সবজি চাষ করা যায় এবং GAP সার্টিফিকেশনের গুরুত্ব নিয়ে অংশগ্রহণকারী ৫০ জন কৃষক ও কৃষাণীকে হাতে-কলমে জানানো হয়। এছাড়া প্রদর্শনীর মাধ্যমে বাস্তব চাষাবাদের কৌশল উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ সায়মা জাহান ও মোঃ হায়দার আলী। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ,অনুষ্ঠিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত