ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় মহান মে দিবস পালিত

গাইবান্ধায় মহান মে দিবস পালিত

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এবং সরকারি শ্রম কল্যাণ কেন্দ্র ও রংপুর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার সাব্বির আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আকতার। আলোচনায় আরও বক্তব্য দেন রংপুর শ্রম দপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী বিশু, শ্রমিক নেতা আব্দুল করিম প্রমুখ।

এ ছাড়া মহান মে দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মে,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত