সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক স্কুল চত্বর এলাকার ১৮টি ইউক্যালিপটাস গাছ কাটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী বন বিভাগ নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে গাছ কাটার বিধান রয়েছে। তবে বন বিভাগের এ আইন উপেক্ষা করে ওই স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের নির্দেশনায় ১৮টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বুধবার স্থানীয়দের পক্ষে ইউপি সদস্য ছাইদুল ইসলাম ও রমজান আলী উপজেলা প্রশাসনের কাছে মৌখিকভাবে এ অভিযোগ করেন।
এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকদের বলেন, সরকারিভাবে ওয়াশব্লক স্থাপনের জন্য ওই স্কুল তালিকাভুক্ত করা হয়েছে। এজন্য স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে গাছগুলো কাটার সিদ্ধান্ত নেয়া হয়।
স্থানীয় বন বিভাগের কর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান বলেন, গাছগুলো কাটার জন্য সম্ভবত আবেদন করা রয়েছে। তবে অনুমোদন ও টেন্ডার হয়েছে কি না, সে বিষয়টি এখনও জানা নেই।
উপজেলা শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন বলেন, অনুমোদন আসার আগেই গাছগুলো কাটা ঠিক হয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।