ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি জোগাচ্ছে সাপ্তাহিক হাটগুলো

কুড়িগ্রামে গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি জোগাচ্ছে সাপ্তাহিক হাটগুলো

দেশের উত্তর বঙ্গের কৃষি ভিত্তিক জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো নিয়মিত ভাবে বসছে সাপ্তাহিক হাট।

জেলার পুরোনো ইতিহাস, ঐতিহ্য ও ফেলে আসা স্মৃতি সমূহকে স্মরণ করিয়ে দেয় এ সকল হাটের ব্যাপক বেচা-কেনা, স্বতঃস্ফূর্ত ভাবে স্থানীয় জনগণের উপস্থিতি এবং তাদের প্রাণচঞ্চলতা।

কুড়িগ্রামের গ্রামীণ জনপদের বিভিন্ন প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, বহুল পরিচিত হাটগুলোর মধ্যে উল্লেখযোগ্য তালিকায় রয়েছে যাত্রাপুর হাট, পাঠেরশ্বরীর হাট, নয়ার হাট, যতিনের হাট, কালিরহাট, মন্ডলের হাট, মোল্লার হাট, বুড়া-বুড়ির হাট, পাচগাছীর হাট, ভেলুর হাট, কাঠালবাড়ির হাট, রাজারহাটের সাপ্তাহিক হাট, নয়া বাজারের হাট, চৌমহনির হাট, আলামিন বাজার, নুন খাওয়ার হাট, শুলকুর বাজার, ঘোগাদহের হাট, নারায়ণ পুরের হাট সহ আরও অনেক হাটও বাজার।

এসব হাটে প্রতি সপ্তাহে ক্রয় বিক্রয় হয় বিপুল পরিমাণ অর্থের নানান জাতের পণ্য ও মালামালের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটে যত্রতত্র কম দামে মিলছে দেশি হাঁস, দেশি মুরগী, দেশি গরু, ছাগল, চিনাবাদাম, তিল, তিশি, বাদাম, বুট, মসুরের ডাল, খেসারির ডাল, গুজি, সরিষা, গুড়, গম, ধান, মাসকালাই, বিভিন্ন জাতের মসলা সহ হরেক রকমের নদী-খাল-বিলের মাছ ও নানান জাতের শাকসবজি।

গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক সারা জাগানো এ সব হাট-বাজার গুলো শুধু কুড়িগ্রামেই নয় বরং বাংলাদেশের সামষ্টিক আর্থ-সামাজিক উন্নয়ন সহ গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে শক্তিশালী ভূমিকা অব্যাহত রেখেছে।

গ্রামীণ অর্থনীতি,হাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত