স্বতন্ত্র নিয়োগবিধি ও জৈষ্ঠতার ভিত্তিতে পদোন্নতিসহ নানা দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন পাবনার জেলা জজ ও জুডিশিয়াল আদালতের কর্মচারীরা।
সোমবার সকালে কর্ম বিরতি চলাকালে আদালত চত্বরে আয়োজিত এক সমাবেশে শ্রমিক কর্মচারীদের সামনে দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য দেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক ফয়সাল আহমেদ ডালিম, পাবনা জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেম গোলাপ, সাধারণ স¤পাদক মোহাম্মদ শাহিন আলম, সহসভাপতি মোঃ সামছুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলাম, স্টেনোগ্রাফার মোঃ লুৎফর রহমান প্রমুখ।
দুই ঘণ্টা কর্মবিরতি ও সমাবেশে আদালতের সকল কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।