কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবন্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করেন।
এ সময় ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে আব্দুল জলিল, সুজা ইসলাম, শমসের আলী, মর্জিনা বেগম, মুন্নী বেগম-সহ আরও অনেকেই মানববন্ধনে অংশ নেন।
ভুক্তভোগীরা বলেন, পৌর এলাকার মধুর মোড় নামক স্থানে পানি নিষ্কাশনের ক্যানেলে সম্প্রতি প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করেছে। এতে করে পৌরসভার পলাশবাড়ি, কবিরাজপাড়া এবং হিংগনরায় গোরস্তান পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও জলপ্রবাহ আবদ্ধের কারণে ময়লা পানি জমে থাকায় আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মানুষ পানি বাহিত ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েও কোন সমাধান হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা।