ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চাল জব্দ, আটক ১

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চাল জব্দ, আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত ১১৯ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুতের অভিযোগে অভিযান চালিয়ে চাল জব্দ এবং এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে একটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে এবং থানা পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।

অভিযানে ১১৯ বস্তা সরকারি চাল এবং সরকারি খাদ্য গুদামের কিছু খালি বস্তা জব্দ করা হয়। অভিযানের সময় গুদামের মালিক কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবুকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এই চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করে আসছিলেন।

জব্দকৃত চাল বর্তমানে উপজেলা সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা জানান, ঘটনাটি তদন্তাধীন এবং জব্দকৃত চাল সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চাল,জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত