ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ইকবাল হত্যা মামলার প্রধান আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

ইকবাল হত্যা মামলার প্রধান আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

উখিয়ার চাঞ্চল্যকর শিক্ষক ইকবাল হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ শরীফ প্রকাশ বট্টলকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ মে) সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে সকালে বট্টলকে আদালতে নিয়ে আসা হয়। হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বট্টলের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের প্রেক্ষিতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ, অভিযুক্ত বট্টলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

গত ২১ এপ্রিল দিবাগত রাতে উখিয়া সদরের ঘিলাতলী এলাকায় উখিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক ইকবালকে হত্যা করা হয়।

পরদিন এই ঘটনায় বাদী হয়ে বট্টলকে প্রধান আসামি সহ অজ্ঞাত আরো ৪/৫ জন আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন ইকবালের পুত্র স্থানীয় সাংবাদিক ইফতিয়াজ নুর।

মামলার এজাহার বলছে, নিহত ইকবালের কাছে দোকানের জামানত বাবদ টাকা পাচ্ছেন এমন দাবিতে প্রথমে তাঁর অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী স্ত্রীকে হেনস্তা করেন অভিযুক্ত বট্টল।

হেনস্তার বিষয়ে ইকবাল জানতে চাইলে সাথে সাথে বট্টল ক্ষিপ্ত হয়ে তার তলপেটে লাথি মারেন।

এরপরই বট্টলের উপর্যুপরি আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে ইকবালকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে এই শিক্ষককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় স্থানীয়রা ঘাতককে পুলিশের হাতে তুলে দেন।

এই ঘটনায় অভিযুক্ত বট্টলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ন্যায়বিচার চেয়েছেন উখিয়ার শিক্ষক সমাজসহ সচেতনমহল ও নিহতের পরিবার।

আসামি,ইকবাল,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত