ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে ঘুষ আদায়, পরীক্ষায় অনৈতিক সহযোগিতা এবং নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অফিস কক্ষ থেকে সিল কন্ট্রাক্টরসহ চারজনকে নগদ টাকাসহ আটক করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন- রাজবাড়ী বিআরটিএ অফিসের সিল কন্ট্রাক্টর ও সদর উপজেলার কাজীবাঁধা বেথুলিয়া গ্রামের আকরামুজ্জামান, চরলক্ষীপুর গ্রামের আশিক খান, গোপিনাথ দিয়া গ্রামের লিয়াকত আলী এবং কাজীকান্দা গ্রামের মুনছুর আহমেদ।

অভিযানে আশিক খানের কাছ থেকে ৩৩ হাজার ১০০ টাকা, লিয়াকত আলীর কাছ থেকে ১৪ হাজার ২৪০ টাকা এবং আকরামুজ্জামানের কাছ থেকে ২৫ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মোট অর্থের পরিমাণ ৭২ হাজার ৪২০ টাকা।

দুদক জানায়, আটকরা গ্রাহকদের কাছ থেকে ঘুষ নিয়ে বিআরটিএ কর্মকর্তাদের সহায়তায় মৌখিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিতেন। এছাড়া, অফিসিয়াল সিল ব্যবহার করে বিভিন্ন অনিয়মেও জড়িত ছিলেন তারা।

প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে আটক চারজনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিআরটিএ কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের মো. মুস্তাফিজুর রহমান জানান, সারাদেশ ব্যাপী পরিচালিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী বিআরটিএ অফিসে এই অভিযান চালানো হয়। আমাদের টিম গ্রাহক সেজে অনিয়মের প্রমাণ পাওয়ার পর চারজনকে আটক করে। তাদের কাছ থেকে জব্দ কাগজপত্র বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে এবং তা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিআরটিএ অফিসে চলমান অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিআরটিএ,দুদক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত