দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে হেরোইনসহ এক নারীকে আটক করা হয়েছে।
দিনাজপুর জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (৭ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে ডিএনসি'র একটি বিশেষ দল।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম। তিনি জানান, দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুল খালেক শেখের স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (৪৭)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের ভেতর থেকে ৫০ গ্রাম হেরোইন পাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘটনার পর রোকেয়া বেগমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।