ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়া-টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার

উখিয়া-টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে মাদক নির্মূল ও অপহরণ রোধে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এপিবিএন ও বনবিভাগ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৩টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

তিনি জানান, গত তিন মাসে কক্সবাজার জেলায় প্রায় ৪০টি অপহরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে অধিকাংশই উখিয়া ও টেকনাফে সংঘটিত হয়েছে। অপহরণকারীরা সাধারণত ভিকটিমদের জালিয়াপালং, শামলাপুর, কুটুমগুহা, রঙ্গীখালী, আলীখালী ও জালিয়া পাড়ার গহীন অরণ্যে আটকে রাখে। দুর্গম হওয়ায় এসব এলাকাকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা।

এই পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার সকাল থেকে পাঁচ শতাধিক সদস্যের সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান। অভিযানে অংশ নেয় র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এপিবিএন ও বন বিভাগ। সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা চিহ্নিত করে সেখানে তল্লাশি চালিয়ে ২০৫০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা, ২টি এলজি, ১টি শুটার গান, ১১টি গুলি, ১টি অস্ত্রের যন্ত্রাংশ, ৪টি রামদা, ২টি ছুরি, ১টি চাকু ও ৩টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কমান্ডার আরও জানান, অভিযানের ফলে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এসব এলাকায় সন্ত্রাসীরা যেন পুনরায় অবস্থান নিতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান চলমান থাকবে।

যৌথ অভিযান,মাদক,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত