চলতি বোরো মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ মৌসুমে সরকার কুড়িগ্রাম সদর উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৩,৯৩৯ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯৩১ মেট্রিক টন চাল সংগ্রহ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, চালকল মালিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ বাবু, মিল ব্যবসায়ী সহিরুজ্জামান সাজু, মুকুল, রেজাসহ আরও অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন জানান, "অ্যাপসের মাধ্যমে কৃষক নিবন্ধন করে সরাসরি গুদামে ধান দিতে পারবেন। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে যাতে তারা সঠিক মূল্য ও অর্থ সময়মতো বুঝে পান।"