ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় গ্রাম্য শত্রুতায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ২

চুয়াডাঙ্গায় গ্রাম্য শত্রুতায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে গ্রাম্য শত্রুতার জেরে রিয়াদ (১৪) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ছয়ঘরিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও মেমনগর বিডি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আজ একই মহল্লার মৃত বায়তুল্লাহর ছেলে হযরত আলী তার স্ত্রী সুমাইয়া, মা ফাহিমা বেগম ও ভাগ্নে বিদ্যুৎকে সাথে নিয়ে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা করে প্রতিবেশী পিটিয়ে জখম করে। এ সংবাদ পেয়ে জিয়ারুল এর ছেলে স্কুল ছাত্র রিয়াদ বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলা কারি হযরত ও তার ভাগ্নে বিদ্যুৎ রিয়াদকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে বীরদর্পে এলাকা ত্যাগ করে। এই ঘটনার খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক হযরতের স্ত্রী সুমাইয়া ও মা ফাহিমা বেগমকে আটক করে। মূল ঘাতক হযরত ও বিদ্যুৎ এলাকা ছেড়ে পালিয়ে যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছয়ঘরিয়া গ্রামের কাজী পাড়ায় আজ বিকাল সাড়ে তিনটার দিকে স্কুল ছাত্র রিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে একই মহল্লার হযরত ও তার ভাগ্নে সহ হযরতের স্ত্রী ও মা। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে হযরত আলীর স্ত্রী সুমাইয়া খাতুন ও মা ফাহিমা বেগমকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য জোর অভিযান চলছে।

বিকাল সাড়ে পাঁচটার দিকে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুপিয়ে,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত