নিখুঁত ভাবে আপনার রক্তচাপ পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘ দিন বাঁচুন এই স্লোগানে কুড়িগ্রামে বিশ্ব হাইপারটেনশনে দিবস পালিত হয়েছে।
শনিবার (১৭ মে'২৫ ) বিকেলে এসিআই ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় কুড়িগ্রাম শহরের এনসিডি কমিউনিটি হাসপাতালে বিশ্ব হাইপারটেনশনে দিবস উপলক্ষ্যে এ সচেতনতা মুলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসসিডি কমিউনিটি হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায়, ডা. মোঃ নজরুল ইসলাম, ডা. মোঃ আরিফুর রহমান ও এসিআই ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল ম্যানেজার আজাদুর রহমান।
অনুষ্ঠিত সচেতনতা মুলক আলোচনা সভায় রক্তচাপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য রাখেন চিকিৎসকরা। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগী ও তার স্বজনরা এ আলোচনা সভায় অংশ নেন।