কুড়িগ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় শহরের সবুজ পাড়া এলাকায় কুড়িগ্রাম জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম ও কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার রাফায়েত হোসেন।
কুড়িগ্রাম জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. মমিনুর ইসলাম প্রমুখ।
মাদকবিরোধী সভাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা রিকশা ও ভ্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
সভায় প্রধান অতিথি সহ সকল বক্তা কুড়িগ্রামকে মাদক মুক্ত করার জন্য জোড়ালো বক্তব্য রাখেন।