বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাঙামাটিতে কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ চলছে। এতে পাহাড়ি ঢালে গড়ে ওঠা ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটি জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলায় ইতোমধ্যে ২৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে রাঙামাটি পৌরসভায় ২৬টি এবং সদর উপজেলায় ৫৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে।
আশ্রয়কেন্দ্রগুলোতে প্রতিদিন তিন বেলা রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা, বিশুদ্ধ পানি এবং নিরাপত্তাব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসনের নেতৃত্বে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। সার্বক্ষণিক তদারকির জন্য জেলা প্রশাসনের কন্ট্রোল রুম খোলা রয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে পাহাড়ি ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার এবং অভ্যন্তরীণ সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, "মানুষের জানমাল রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা মিলে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সরিয়ে এনে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করছি।"