
দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজের কনফারেন্স রুমে বিভাগের বর্তমান শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য একটি আয়োজক কমিটি এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। সদস্য সচিব নির্বাচিত হন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক সহকারী অধ্যাপক ড. মো. বাবুল হোসেন এবং কোষাধ্যক্ষ হন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজিমুদ্দিন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনোনীত হন অনার্স ২য় ব্যাচের সাখাওয়াত হোসেন। সদস্য সচিব হন ৬ষ্ঠ ব্যাচের ড. মো. বাবুল হোসেন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন প্রণব।
সভায় বক্তব্য রাখেন বিভাগের বর্তমান শিক্ষকরা। তাঁরা অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। প্রাক্তন শিক্ষার্থীরা বিভাগের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন।
সভা শেষে অনুষ্ঠান আয়োজনে সম্ভাব্য কর্মপরিকল্পনা, তহবিল সংগ্রহ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।