ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় যুবমহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক রুপা গ্রেপ্তার

সাটুরিয়ায় যুবমহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক রুপা গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুপা আক্তার (৩০) কে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ধামরাই থেকে তাকে আটক করে সাটুরিয়া থানা পুলিশ।

রুপা আক্তার গওলা এলাকার মো. মজিবুর রহমানের মেয়ে। তিনি দীর্ঘদিন যাবত সাটুরিয়া উপজেলা যুবমহিলা লীগের দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য হিসাবে নির্বাচন করে ফেল করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

রুপা গ্রেপ্তার,যুগ্ম-আহ্বায়ক,সাটুরিয়া যুবমহিলা লীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত