ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, বিদ্যুতের অপচয়

ঈশ্বরগঞ্জে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, বিদ্যুতের অপচয়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়ক ও মহাসড়কে অবাধে চলাচল করছে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক। এতে পথচারী, স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। নিত্য যানজট ও ছোট-বড় দুর্ঘটনার অভিযোগও মিলেছে।

স্থানীয়রা জানান, এসব গাড়ির কোনো রেজিস্ট্রেশন, কাগজপত্র বা অনুমোদন নেই। গ্রামীণ সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও চালকরা তা মানছেন না। এছাড়া, গাড়িগুলো প্রায়শই উল্টো পথে চলাচল করে দ্রুতগতির যানবাহনের জন্য ঝুঁকি তৈরি করছে।

অবৈধ গাড়িগুলো বিদ্যুতের অপচয়ও ঘটাচ্ছে। অধিকাংশ ইজিবাইক বা অটোরিকশার চার্জ সরাসরি বৈদ্যুতিক লাইনের মাধ্যমে করা হচ্ছে, যা লোডশেডিং বৃদ্ধি ও সরকারের রাজস্ব ক্ষতির কারণ হচ্ছে। একটি গাড়ির চার্জের জন্য গড়ে পাঁচ থেকে ছয় ইউনিট বিদ্যুৎ খরচ হয়।

ফলে ৬০ লাখ গাড়ি চালু রাখার জন্য প্রতিদিন তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও অধিকাংশ গ্যারেজে অবৈধভাবে চার্জ করায় দৈনিক প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের রাজস্ব সরকার হারাচ্ছে।

পথচারী নজরুল ইসলাম জানান, ‘ঈশ্বরগঞ্জে অটোরিকশার চালকদের প্রশিক্ষণ বা লাইসেন্স নেই। ফলে স্বাস্থ্য কমপ্লেক্স, বাজার, বাস স্টেশনসহ সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।’

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস জানান, পৌরসভা থেকে লাইসেন্স মনিটরিং টিম গঠন করা হয়েছে। তারা ২৮ আগস্ট থেকে কাজ শুরু করবে।

স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে সড়কে শৃঙ্খলা বজায় থাকে এবং বিদ্যুতের অপচয় রোধ করা যায়।

বিদ্যুতের অপচয়,অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত