
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় ছিনতাইচক্রের তিন জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। রোববার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
এর আগে, শনিবার (২৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানী সোনাচারা এলাকার মো. শাহআলমের ছেলে সাইদুল বেপারী (২৭), সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সৈকত হোসেন (২৮) এবং কুমিল্লার লাকসামের রহমতগঞ্জ শিববাড়ী এলাকার মৃত মাসুদের ছেলে মো. হৃদয় (২০)।
র্যাব জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মহাসড়কে সিএনজি, অটোরিকশা ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশের পর র্যাব-১১ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে একটি গোয়েন্দা দল শনিবার রাত ১১টার দিকে চিটাগাংরোড এলাকায় অভিযান চালায়। এসময় সাইদুল বেপারীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, তাদের মধ্যে সাইদুল বেপারী চক্রের মূলহোতা। তারা সংঘবদ্ধভাবে ভয়ভীতি দেখিয়ে পথচারী ও যানবাহনের চালকদের কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নিত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।