
মানিকগঞ্জের আলোচিত রাব্বি (১৬) হত্যা মামলার মূল আসামি রাতুল (১৭) কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৪, সিপিসি-৩ (মানিকগঞ্জ) ও র্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা) এর যৌথ অভিযানে বুধবার (২৯ অক্টোবর) চাঁদপুর সদর থানার মনিহার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাতুল মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য পুটাইল এলাকার সেলিম-মৌসুমী দম্পতির ছেলে। সে লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহত রাব্বি একই এলাকার কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
র্যাব জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে গত ১১ অক্টোবর কালীগঙ্গা নদীর পশ্চিম পাড়ে লক্ষ্মী পূজার মেলায় রাব্বির ওপর ছুরিকাঘাত করে রাতুল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাব্বিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় রাব্বির মা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রাতুলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।