
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ১৮ কর্মদিবসে (৩০ অক্টোবর পর্যন্ত) স্কুল ও মাদরাসা পর্যায়ে মোট ৩৪ হাজার ৯৫৮ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে।
রোববার (২ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মুজিবুর রহমান এ তথ্য জানান।
তিনি আরও জানান, উপজেলায় মোট ৫৬ হাজার ১৫০ জন শিশু (৯ মাস থেকে ১৫ বছর বয়সী) টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে বর্তমানে মোট ৬২.৩৩% শিশুর টিকাদান সম্পন্ন হয়েছে।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথম ধাপে স্কুল ও মাদরাসা পর্যায়ে ৭টি ইউনিয়নের প্রতিটিতে ৬ জন করে মোট ৪২ জন ভেক্সিনেটর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কমিউনিটি বেজড ভিত্তিক টিকাদান কার্যক্রম চলছে, যেখানে প্রতি ইউনিয়নে ৩ জন করে মোট ২১ জন ভ্যাক্সিনেটর অবশিষ্ট শিশুদের টিকা প্রদান করছেন।
বাকি দিনগুলোতে ১০০% শিশুকে টিকাদান সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মুজিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব জানান, আমাদের লক্ষ্য নিরাপদ পানি ও খাদ্য, পরিচ্ছন্নতা এবং শিশুদের টিকাদানের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধে জাতীয় প্রচেষ্টা সফল করা।