ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে ৬২.৩৩ শতাংশ শিশু টাইফয়েড টিকার আওতায়

তাড়াইলে ৬২.৩৩ শতাংশ শিশু টাইফয়েড টিকার আওতায়

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ১৮ কর্মদিবসে (৩০ অক্টোবর পর্যন্ত) স্কুল ও মাদরাসা পর্যায়ে মোট ৩৪ হাজার ৯৫৮ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে।

রোববার (২ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মুজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি আরও জানান, উপজেলায় মোট ৫৬ হাজার ১৫০ জন শিশু (৯ মাস থেকে ১৫ বছর বয়সী) টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে বর্তমানে মোট ৬২.৩৩% শিশুর টিকাদান সম্পন্ন হয়েছে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথম ধাপে স্কুল ও মাদরাসা পর্যায়ে ৭টি ইউনিয়নের প্রতিটিতে ৬ জন করে মোট ৪২ জন ভেক্সিনেটর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কমিউনিটি বেজড ভিত্তিক টিকাদান কার্যক্রম চলছে, যেখানে প্রতি ইউনিয়নে ৩ জন করে মোট ২১ জন ভ্যাক্সিনেটর অবশিষ্ট শিশুদের টিকা প্রদান করছেন।

বাকি দিনগুলোতে ১০০% শিশুকে টিকাদান সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মুজিবুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব জানান, আমাদের লক্ষ্য নিরাপদ পানি ও খাদ্য, পরিচ্ছন্নতা এবং শিশুদের টিকাদানের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধে জাতীয় প্রচেষ্টা সফল করা।

তাড়াইল,টাইফয়েড টিকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত