ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের শ্মশানঘাট এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান অভিযুক্ত দুজনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

অভিযুক্ত দুজন হলেন— শাফায়েত (২১) এবং শফিকুল (১৯)।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির ঘটনা ঘটছে। এমন গোপন তথ্য ও সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার শ্মশানঘাটে এলাকায় সোমেশ্বরী নদীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল হতে বালু উত্তোলন করে ইজিবাইকে বালু ভর্তি করা অবস্থায় দুজনকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমেশ্বরী নদীতে বালু চুরি ঠেকাতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হাতেনাতে দুজনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালু চুরি রোধে আরো কঠোর অবস্থানে যাবে উপজেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দুর্গাপুর,সোমেশ্বরী নদী,বালু উত্তোলন,কারাদণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত