ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে নয়াদিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে নয়াদিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও কোনও ইতিবাচক সাড়া দেয়নি। নয়াদিল্লি আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানান তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুরে চার দিনের সরকারি সফরে সার্কিট হাউসে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি। তারা ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।”

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নে তিনি জানান, পররাষ্ট্র দপ্তরে এ বিষয়ে কোনো তথ্য নেই। তবে তার স্ত্রী সম্ভবত আজ দেশে আসবেন। এছাড়া এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হয়নি, কিন্তু প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, এবং নির্বাচিত সরকার এলে তা সমাপ্ত করবে বলে আশা করা হচ্ছে। তিনি রংপুরের পিছিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক কাজসহ সবক্ষেত্রে ইতিবাচক সরকারের সদিচ্ছার কথাও তুলে ধরেন।

উপদেষ্টা পরে রংপুর জমিদার বাড়ি তাজহাটে পরিদর্শন করেন। বিকেলে সার্কিট হাউসে চা-চক্রে অংশ নেন। আগামীকাল তিনি রংপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং রংপুরের ঐতিহ্যবাহী জিলা স্কুল পরিদর্শন করবেন।

পররাষ্ট্র উপদেষ্টা,পরীক্ষা-নিরীক্ষা করছে নয়াদিল্লি,ট্রাইব্যুনালের রায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত