
সিরাজগঞ্জের সলংগা থানার দেওভোগ গ্রামের একটি পুকুরে জেলের জালে ৭–৮ বছরের অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সলংগা থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার দুপুরের দিকে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে যায়। তারা পুকুরে মাছ ধরার জাল ফেলে এবং জালে ৭–৮ বছরের অজ্ঞাত শিশুর লাশ ওঠে।
লাশ দেখে জেলেরা চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তা দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে উল্লেখিত হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করার পর হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। অজ্ঞাত শিশুর পরিচয় এখনও মেলেনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, ওই পুকুরে জেলের জালে শিশুর লাশ পাওয়ার ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে।