
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গো-খাদ্যের আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি যানবাহন জব্দ করেছে। জব্দকৃত পণ্য ও গাড়ির সিজার মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
সোমবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় এবং আত্মগোপনে থাকে।
পরবর্তীতে একটি ডিআই ছোট পিকআপ গাড়িকে সন্দেহজনক গতিতে আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশী করে দেখা যায়, গো-খাদ্যের বস্তার আড়ালে লুকিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা পরিবহন করা হচ্ছিল।
এসময় বিজিবি সদস্যরা ভারতীয় জিরা ও পিকআপটি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১৭ লাখ ২০ হাজার টাকা।
আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ পণ্য ও গাড়িটি হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানচক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।