ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাটুরিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার সময় সাটুরিয়া সরকারি ডাক বাংলোয় সাটুরিয়া উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনাও করা হয়।

সাটুরিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম ফিরোজি দোয়া পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো, আমির হামজা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক শফিক মন্ডল, সাটুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুবনেতা মো. ফরিদ হোসেনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জানা গেছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তিনি কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

দোয়া মাহফিল,খালেদা জিয়ার রোগমুক্তি,সাটুরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত