ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, গুলির হুমকি

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, গুলির হুমকি

নগরীর ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকায় দুই কাস্টমস কর্মকর্তার প্রাইভেটকার থামিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় গাড়িতে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন। তারা অক্ষত অবস্থায় রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার খায়রুল বাসার জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর ডবলমুরিং থানার ওসিসহ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করা হবে।

কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, অফিসে যাওয়ার পথে হঠাৎ তিনজন মোটরসাইকেল আরোহী তাদের গাড়ি আটকে দিয়ে কাচ ভাঙচুর করে। এ সময় একজন অন্যজনকে বারবার ‘গুলি কর’ বলছিল। তবে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। হামলাকারীদের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক। কারা, কী কারণে হামলা চালিয়েছে- তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ৬ অক্টোবর প্রাণনাশের হুমকি পাওয়ার পর বন্দর থানায় জিডি করেছিলেন আসাদুজ্জামান খান। তিনি জানান, হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল। তারা একটি মোটরসাইকেলে করে আসে। একজনের হাতে ছিল চাপাতি। কাছে এসে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেয় একজন। এরপর একজন গুলি করতে বলে।

চট্টগ্রাম,কাস্টমস কর্মকর্তা,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত