ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চবি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

পরিদর্শন শেষে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাটহাজারী উপজেলা প্রশাসন, ট্রাফিক প্রশাসন, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পরীক্ষার্থী অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উপাচার্য পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহেও পরীক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলে আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তয়্যব চৌধুরী, ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবু নাসের মোহাম্মদ ইস্তিয়াক, ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জব্বার, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের বর্ষীয়ান শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

চবি কেন্দ্রে পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তয়্যব চৌধুরী জানান, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম পরীক্ষা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মোট ৩ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৩ হাজার ৫৪৩ জন। উপস্থিতির হার ৯৮ শতাংশ।

ভর্তি পরীক্ষা সম্পন্ন,ব্যবসায় শিক্ষা ইউনিট,চবি কেন্দ্রে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত