
রংপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (আরএআরএস), বুড়িরহাটে অবস্থিত ট্রাইকোগ্রামা রিয়ারিং ল্যাবরেটরিতে ‘ট্রাইকোগ্রামার রিয়ারিং বিষয়ক ৫ দিনব্যাপী হ্যান্ডস-অন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের মোট ২০ জন অংশগ্রহণকারী এ প্রশিক্ষণে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বারি, ব্র্রি, বিনা, বিজেআরআই, বিএসআরআই, বিডব্লিউএমআরআই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং বেসরকারি প্রতিষ্ঠান এসএএফ-এর প্রতিনিধিরা।
প্রশিক্ষণে ট্রাইকোগ্রামা যা লেপিডোপটারান কীটপতঙ্গ দমনে বহুল ব্যবহৃত একটি জৈব নিয়ন্ত্রণকারী এজেন্ট এর রিয়ারিং, মান নিয়ন্ত্রণ, মাঠ পর্যায়ে অবমুক্তকরণ ও পর্যবেক্ষণ প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রদর্শনী ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণে অর্জিত দক্ষতা দেশের স্থায়িত্বশীল কীটপতঙ্গ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে সহায়ক হবে।