
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনের (স্বতন্ত্র) এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি'র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরের দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ সময় সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামিম, আবু সাইফ সুইট, মুন্সি জাহেদ আলম, এনামুল হকসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।