
সিরাজগঞ্জে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ১ বছর আগে ওই ছাত্রদল নেতার সঙ্গে ফেসবুকে একই এলাকার এক স্কুল ছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কে প্রেমিক জুয়েল তাকে বিয়ের প্রলোভন দেয়। পরে প্রেমিকা স্কুলছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দেয়। এতে তিনি বিয়ে করতে নানা টালবাহানা করতে থাকেন।
একপর্যায়ে ৯ ডিসেম্বর ওই ছাত্রী বিয়ের দাবিতে জুয়েলের বাড়িতে যায়। এতে তার পরিবারের লোকজন তাকে মারপিট করে বের করে দেয়।
এ ব্যাপারে ছাত্রীর বোন বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।
এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে তিনি উল্লেখ করেন।