
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে অবস্থিত ড্রেজার থেকে হাফিজুল ইসলাম হাফিজের (৩০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
তিনি ওই উপজেলার বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।
চৌহালীর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই যুবক উল্লেখিত স্থানে দীর্ঘদিন ধরে ড্রেজার শ্রমিক ছিলেন। রোববার রাতে তার সহযোগীদের সাথে ওই ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে ঘুমিয়ে পড়েন এবং সোমবার ভোরে তাদের মধ্যে যুবক হাফিজকে মৃত দেখতে পায় ড্রেজার চালক ও শ্রমিকরা। এ সংবাদে সকালে চৌহালী নৌ-পুলিশ ও এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।