ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের ছয় আসনে ১৮ জন প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

সিরাজগঞ্জের ছয় আসনে ১৮ জন প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসন থেকে এ পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। মনোনয়ন উত্তোলনকারীদের মধ্যে অনেক প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিল করা যাবে বলে জেলা নির্বাচন অফিস সূত্র থেকে জানানো হয়েছে।

মনোনয়নপত্র উত্তোলনকারীরা হলেন— সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মল্লিকা খাতুন। সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হক, জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আব্দুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন, খেলাফত মজলিস মনোনীত মুহা. আব্দুর রউফ সরকার, বিএনপির খন্দকার সেলিম জাহাঙ্গীর রবিন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী, স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. আলী আলম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুরুন নবী, এনসিপি মনোনীত প্রার্থী মঞ্জুর কাদের। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিত, স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির ও মো. মোশাররফ হোসেন শহিদুল।

সিরাজগঞ্জ,প্রার্থী,মনোনয়ন ফরম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত