
পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া–ঢাকা মহাসড়কের দাশুড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার কারণে একটি আলু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে সংঘটিত এ দুর্ঘটনায় ট্রাকটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালক ও তার সহযোগী (হেলপার)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে আলু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৩-৮৮৭) দর্শনার উদ্দেশ্যে রওনা দেয়। ভোর আনুমানিক ৬টার দিকে দাশুড়িয়া রেলগেট এলাকায় পৌঁছালে তীব্র কুয়াশার কারণে চালক সামনের রোড ডিভাইডার দেখতে পাননি।
এতে ট্রাকটি সরাসরি ডিভাইডারের ওপর উঠে গিয়ে সামনের অংশটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার বিষয়ে ট্রাকের চালক জানান, রাস্তায় প্রচণ্ড কুয়াশা থাকায় কিছুই দেখা যাচ্ছিল না। পাশাপাশি ডিভাইডারে কোনো ধরনের সতর্কতামূলক চিহ্ন বা সংকেত না থাকায় সেটি খেয়াল করা সম্ভব হয়নি।
পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট গৌরব সেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত রাস্তা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।
ডিভাইডারে সিগন্যাল বা রিফ্লেক্টর না থাকার বিষয়ে জানতে চাইলে পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ এজাজ আহমেদ বলেন, এ দায়িত্ব মূলত সড়ক ও জনপথ বিভাগের। তিনি জানান, সড়ক বিভাগ থেকে বারবার সতর্কতামূলক চিহ্ন বা রিফ্লেক্টর লাগানো হলেও তা চুরি হয়ে যায়। ফলে শীতকালের ঘন কুয়াশায় চালকদের জন্য ডিভাইডার শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে রিফ্লেক্টর লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে শীত মৌসুমে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় মহাসড়কে চলাচলের সময় চালকদের বিশেষ সতর্কতা অবলম্বন, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ফগ লাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।