ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. মহিউদ্দিন। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে এদিন বেলা ১১টার দিক থেকে মো. মহিউদ্দিনের ফরম সংগ্রহ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা শহরে দুই পৌরসভা, সদর উপজেলা ও গজারিয়া উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের হাজার হাজার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতাকর্মী উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান ফকির, আলহাজ্ব মো. মজিবুর রহমান, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান (মনা), পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম, গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওহিদুজ্জামান প্রমুখ।

মো. মহিউদ্দিন,মনোনয়ন ফরম সংগ্রহ,মুন্সীগঞ্জ-৩ আসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত