ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাসের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয় থেকে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে তার সমর্থকরা আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মিলিমা ইসলাম বিশ্বাস কেন্দ্রীয় কৃষকদলের সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।

এর আগে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের প্রাথমিক মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, চলমান সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ও তাদের সমর্থকেরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। নির্ধারিত সময়ের মধ্যেই এসব ফরম জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গার দুটি আসনে ৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল খালেক ও জেলা ছাত্রদলের সহ সভাপতি ইনতেয়ার হোসেন ইরন।

মনোনয়ন ফরম সংগ্রহ,বিএনপি নেত্রী,চুয়াডাঙ্গা-১ আসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত